সাম্প্রতিক কাশ্মীরী ছো্টগল্প ( তৃতীয় এবং শেষ কিস্তি)
টিউলিপের বাগান, শিকারা আর ডাল লেক- বললেই কার কথা সবার আগে মনে পড়ে? হ্যাঁ ঠিক ধরেছেন- এসব শুনলেই মনে পড়ে কাশ্মীরের কথা। আরো ভাল করে বলতে গেলে ভূস্বর্গ কাশ্মীরের কথা । যেখানে একদিকে ভয়ঙ্কর , আরেকদিকে সুন্দর । একদিকে সংঘর্ষের দামামা আর একদিকে দিগন্তবিস্তৃত সবুজ পাহাড়ের হাতছানি । কী অদ্ভুত বৈপরীত্য , না ? আমরা সারাক্ষণ কাশ্মীর নিয়ে কাটাছেঁড়া করি , কাশ্মীরের অশান্তির জন্য ভারত দায়ী না পাকিস্তান দায়ী , তাই নিয়ে মতামত দিয়ে থাকি । অহরহ কাশ্মীরের জনগণকে দোষ দিয়ে থাকি । কিন্তু আমরা হয়তো কেবল কাশ্মীরের অশান্ত দিকটাই দেখতে পাই , কাশ্মীরের সাংস্কৃতিক দিক আমাদের নজরেই পড়ে না । যেখানে রয়েছে ‘ কাশ্মীরী ছোটগল্প ’- এর মতো মণিমুক্তো । কাশ্মীরের প্রগতিবাদী আন্দোলন থেকেই জন্ম নিয়েছিল এই ছোটগল্প । উর্দু গল্পলেখকেরা মানুষের কাছে পৌঁছানোর জন্য আর জাতীয়তাবোধের তাগিদেই কাশ্মীরী ভাষায় ছোটগল্প লিখতে শুরু করেন। আর চারপাশের পরিবর্তিত মূল্যবোধ ও অনিশ্চয়তাকে লেখার মাধ্যমে সকলের সামনে তুলে ধরেছেন। সেইরকমই বিভিন্ন কাশ্মীরী লেখকের লেখা ১৭টি গল্প নিয়ে হৃদয় কউল ভারতী সংকলিত এবং পৃথ্বীশ সাহা অনূদিত ‘সাম্প্রতি...